Bukhari Sharif Bangla

Bukhari Sharif Bangla(বুখারী শরীফ বাংলা)


আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ১ম খণ্ডে আপনারা জানতে পারবেন- ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ঈমান,ঈমানের বিভিন্ন বিষয়,ঐ ব্যক্তিই মুসলিম যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে সবচেয়ে ভাল ইসলাম কোনটি, লোকজনকে খাওয়ান,ইসলামের কাজ,মুসলমান নিজের জন্য যা পসন্দ করবে, তার অপর মুসলিম ভাইয়ের জন্যও তাই পসন্দ করবে - -রসূলুল্লাহ স.-কে ভালবাসা ঈমানের অংশ,ঈমানের মিষ্টি স্বাদ,আনসারদের প্রতি ভালবাসা,ঈমানের লক্ষণ,ফেতনা থেকে দূরে থাকা দীনের কাজ,রসূলুল্লাহ স.-এর বাণী :আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশী জানি ........মানুষ আগুনে নিক্ষিপ্ত হতে যেমন চায় না, তেমনই কুফরীর মধ্যে ফিরে যেতে চায় না, তার এ অবস্থা ঈমানের অংশ, কার্যকলাপে ঈমানদারদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব -লজ্জা ঈমানের অঙ্গ,আল্লাহর বাণী : যদি তারা তাওবা,করে, নামায কায়েম করে এবং যাকাত দেয় ........,যে ব্যক্তি বলে ঈমান হচ্ছে কাজ -প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ না করে শুধু বাহ্যিক বশ্যতা স্বীকার,সালামের ব্যাপক প্রচলন,ইসলামের অঙ্গ,স্বামীর প্রতি কুফরী বা অকৃতজ্ঞতা এবং বিভিন্ন প্রকার অকৃতজ্ঞতা - - গুনাহের কাজ মূর্খতা,,যুলুমের প্রকারভেদ,মুনাফিকের আলামত,কদরের রাতে ইবাদাত করা,ঈমানের অঙ্গ,জিহাদ করা ঈমানের অঙ্গ রমযানে নফল ইবাদাত করা ঈমানের অঙ্গ ইত্যাদি।
Bukhari Sharif Bangla(বুখারী শরীফ বাংলা)



আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ২য় খণ্ডে আপনারা জানতে পারবেন- যাকাত ওয়াজিব হওয়ার বর্ণনা,যাকাত দেয়ার ব্যাপারে বায়আত করা যাকাত প্রতিরোধকারীদের গুনাহ,যে মালের যাকাত আদায় হয়,সঞ্চয়ের পর্যায়ে,ধন-সম্পদ সৎপথে ব্যয় করা দান খয়রাতে প্রদর্শনেচ্ছা,আল্লাহ অবৈধ উপারে অর্ণিত মানের,সদকা গ্রহণ করেন न,বৈধ উপারে অর্জিত মাল থেকে,সদকা করা,গ্রহীতার প্রত্যাখ্যানের পূর্বে দান,করা উচিত,এক টুকরা খেজুর কিংবা আরো,নগণ্য কিছু দান করা,কোন প্রকার দান-খয়রাত উত্তম,প্রকাশ্যে দান করা,গোপনে দান করা,অজান্তে কোন ধনী ব্যক্তিকে দান করা,অজ্ঞাতে নিজের পুত্রকে দান করা,ডান হাতে দান করা,দাতা ও কৃপণের উপমা,উপার্জন ও ব্যবসায়িক পণ্য থেকে,দান-খয়রাত করা,প্রত্যেক মুসলমানেরই দান-খয়রাত,করা কর্তব্য,যাকাত কি পরিমাণ দিতে হবে,রূপার যাকাত,যাকাত বাবদ পণ্য সামগ্রী দান করা বিচ্ছিন্নগুলো একত্র ও একত্রকে ভিন্ন করা যাবে না।,যে মাল দুই শরীকের যৌথ মালিকানায় থাকে তারা উভয়ে,তা ভাগাভাগী করে নির্বে,উটের যাকাত,যার এক বছরের একটি বাচ্চা,উদ্ভী যাকাত হিসেবে ধার্য হয় অথচ,তা তার নিকট নেই,মেষ ও বকরীর যাকাত,যাকাত বাবত অতি বৃদ্ধ, দোষযুক্ত পশু কিংবা পাঠা ছাগল গ্রহণ করা যাবে না ইত্যাদি।

আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ৩য় খণ্ডে আপনারা জানতে পারবেন-লোকদের মধ্যে সন্ধি বিষয়ে যা বর্ণনা করা হয়েছে,যে ব্যক্তি লোকদের মধ্যে আপোষ মীমাংসা করে সে মিথ্যাবাদী নয়,নেতা কর্তৃক তার সঙ্গীদেরকে বলা চলো লোকদের মধ্যে সন্ধি করে দেই,আল্লাহর বাণী, "যদি তারা নিজেদের মধ্যে সন্ধি করে নেয় --যদি লোকেরা অন্যায়ভাবে সন্ধি করে তাহলে তা প্রত্যাখ্যাত . কিভাবে সন্ধিপত্র লিখতে হবে -মুশরিকদের সঙ্গে সন্ধি করা,দিয়াত সম্পর্কে সন্ধি,হাসান ইবনে আলী (রা) সম্পর্কে মহানবী (সা)- এর বাণী,নেতা কি সন্ধির জন্য ইশারা বা,প্রস্তাব করতে পারেন লোকদের ঝগড়া-বিবাদ মিটিয়ে দেয়া,নেতা কারো প্রতি সন্ধির ইঙ্গিত করলে এ-ঋণদাতা ও মৃত ওয়ারিশদের,মধ্যে আপোষ রফা করা,ধার ও নগদের বিনিময়ে সন্ধি,ওসিয়াত,ওয়ারিসদেরকে পরমুখাপেক্ষী রেখে যাওয়া,এক-তৃতীয়াংশ সম্পত্তিতে ওসিয়াত করা,ওসিয়াতকারীর ওসিয়াতকৃত ব্যক্তিকে বলা, তুমি আমার সন্তানের প্রতি লক্ষ্য রাখবে রোগগ্রস্ত ব্যক্তি তার মাথা দ্বারা সুস্পষ্ট ইঙ্গিত করলে তা বৈধ উত্তরাধিকারীর জন্য ওসিয়াত মৃত্যুর সময় দান-খয়রাত করা ইত্যাদি।

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত Bukhari Sharif এর pdf ডাউনলোড করুন নিচের নিংকগুলো থেকে। 


আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ৪র্থ খণ্ডে আপনারা জানতে পারবেন-উশাররা বা উসায়রার যন্ত্র, বারের যুদ্ধে নিহতদের সম্পর্কে নবী (সঃ)-এর ভবিষ্যবাণী, বদর যুদ্ধের ঘটনা ".........যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে.........” যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা, কুরাইশ গোত্রের কাফেরদের জন্য নবী (সঃ) -এর অভিশাপ,আবু জাহেলের নিহত হওয়ার ঘটনা,বদর ‍যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদাপত্র, তোমাদের নিকটে পৌঁছে গেলে তাঁর নিক্ষেপ করবে অন্যথা তাঁর সংরক্ষিত রাখবে, বদর যুদ্ধে ফেরেশতাদের অংশগ্রহণ, আবু জাহেলের ইন্তেকাল, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের নামের তালিকা, বনী নবাইর গোত্রের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও দেশান্তর, কা'ব ইবনে আশরাফের হত্যার ঘটনা, আব্, রা'ফের হত্যার ঘটনা,ওহুদ যুদ্ধের ঘটনা . “........ যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস হারাতে বসেছিলো।......যেসব লোক দু'টি দলের মোকাবিলার দিন তোমাদের মধ্য থেকে সরে গেলো .........,সেই সময়ের কথা স্মরণ করো, যখন তোমরা দৌড়িয়ে পাহাড়ে উঠছিলে.........,এ লোক ও দঃখের পরে আল্লাহ তোমাদের কিছু লোকের জন্য পরম প্রশান্তিময় অবস্থা সৃষ্টি করলেন ..........,হে নবী কোন কিছুর ফয়সালার এখতিয়ারে তোমার কোন হাত নেই ...........,উম্মে সালাতের মর্যাদা, হামযা ইবনে আফালে মুত্তালিবের শাহাদত লাভের ঘটনা, ওহদের যদ্ধে নবী (সঃ)-এর আহুত হওয়ার বর্ণনা“আঘাতপ্রাপ্ত হওয়ার পরও যেসব লোক আল্লাহ ও তাঁর রসূলের আহবানে ত্বরিত সাড়া দিয়েছে .........,যেসব মুসলমান ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, অম্লান ও কারাহ বন্ধের বর্ণনা খন্দক যুদ্ধের বর্ণনা ইত্যাদি।

আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ৫ম খণ্ডে আপনারা জানতে পারবেন-বিবাহ করার জন্য উৎসাহ প্রদান -নবী (স)-এর বাণী: যার বিবাহ করার সামর্থ আছে সে যেন বিবাহ করে -যে বিবাহ করার সামর্থ রাখে না, সে যেন রোযা রাখে,একাধিক স্ত্রী গ্রহণ,যদি কেউ কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে,দরিদ্র ব্যক্তিকে বিবাহ, যার সাথে কুরআন ও ইসলাম আছে,যদি কেউ তার মুসলিম ভাইকে বলে,,তুমি আমার স্ত্রীগণকে দেখে যাকে পসন্দ করো,বিবাহ না করা এবং খাসী হওয়া নিন্দনীয়,কুমারী মেয়ের পাণি গ্রহণ, পরিণত বয়স্কা রমণীকে বিবাহ করা,বয়স্ক পুরুষের সাথে নাবালেগ মেয়ের বিবাহ,কোন্ ধরনের নারী বিবাহ করা উচিত, ক্রীতদাসীদের গ্রহণ এবং যে ব্যক্তি দাসীকে আযাদ করে বিবাহ করে,কুলক্ষণা মেয়েলোক থেকে সতর্ক থাকা,ক্রীতদাসের আযাদ স্ত্রী --চার-এর অধিক স্ত্রী বিবাহ,করা যাবে না,তোমাদের দুধমাতাকে বিবাহ করা হারাম”,যিনি বলেন, দুই বছরের পর দুধ পান করানোর,শিশু যে মহিলার দুধ পান করবে তার স্বামীও এ শিশুর দুধপিতা,দুধমাতার সাক্ষ্য,যেসব মহিলাকে বিবাহ করা হালাল,এবং তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস করেছ,দুই বোনকে একই সাথে বিবাহ,বন্ধনে আবদ্ধ করো না ........,ফুফু ও ভাইঝিকে একত্রে বিবাহ,করা নিষিদ্ধ,শিগার বা বদলী বিবাহ -কোন নারী বিবাহের জন্য নিজেকে ইত্যাদি।
 
 ইসলামি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত Bukhari Sharif pdf ডাউনলোড করুন নিচের লিংকগুলো থেকে।


আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif Bangla বই এর ৬ষ্ঠ খণ্ডে আপনারা জানতে পারবেন-অনুচ্ছেদ : নবী স.-এর বাণী : “আখেরাতের জীবন ছাড়া অন্য জীবন প্রকৃত জীবন নয়”,অনুচ্ছেদ : আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন,অনুচ্ছেদ : রসূলুল্লাহ স.-এর বাণী : “মুসাফির কিংবা পথিক হিসেবে,দুনিয়াতে জীবন-যাপন করো,অনুচ্ছেদ : আশা-আকাঙ্ক্ষা ও অতি আশা করা,অনুচ্ছেদ: যে ব্যক্তি ষাট বছর বয়সে পৌঁছলো,অনুচ্ছেদ : এমন কাজ যা দ্বারা আল্লাহর সন্তোষ চাওয়া হয়,অনুচ্ছেদ: দুনিয়ার সৌন্দর্য ও তার প্রতি আকর্ষণ সম্পর্কে সতর্কতা,অনুচ্ছেদ : আল্লাহর বাণী : “হে মানুষ ! নিশ্চয়ই আল্লাহর,ওয়াদা সত্য ....,অনুচ্ছেদ : সৎলোকের প্রস্থান প্রসঙ্গে,অনুচ্ছেদ : ধন-সম্পদের পরীক্ষা থেকে বাঁচা প্রসঙ্গে,স্বর্ণ হোক, আমি তা পসন্দ করি না”,অনুচ্ছেদ : অন্তরের সচ্ছলতাই সচ্ছলতা,অনুচ্ছেদ : দরিদ্রতার মর্যাদা -অনুচ্ছেদ: নবী স. ও তাঁর সাহাবাদের জীবন-জীবিকা এবং পার্থিব ভোগ-বিলাস পরিহার --অনুচ্ছেদ : মধ্যম পন্থা অবলম্বন এবং নিয়মিত কাজ করা,অনুচ্ছেদ : (আল্লাহর) ভয়ের সাথে (মাগফিরাতের) আশা -অনুচ্ছেদ : আল্লাহর নিষিদ্ধ কাজ,থেকে আত্মসংযম,অনুচ্ছেদ: আল্লাহর বাণী: “আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট”,অনুচ্ছেদ : অর্থহীন কথাবার্তায় লিপ্ত হওয়া খারাবী,অনুচ্ছেদ : সংযতবাক হওয়া...,অনুচ্ছেদ : মহামহিম আল্লাহর ভয়ে কান্নাকাটি করা -অনুচ্ছেদ : মহামহিম আল্লাহকে ভয় করা ইত্যাদি।


আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত Bukhari Sharif pdf ডাউনলোড করুন নিচের লিংক থেকে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

This Template Designed By pdfefile