Tirmizi Sharif

 

Tirmizi Sharif(তিরমিযী শরীফ)

ইসলামি সেন্টার  প্রকাশিত Tirmizi Sharif (তিরমিযী) পড়ে আপনারা জানতে পারবেন, পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না,পবিত্রতা অর্জনের ফযীলাত,পবিত্রতা নামাযের চাবি,পায়খানায় প্রবেশের সময় যা বলতে হয়,পায়খানা থেকে বের হওয়ার সময় যা বলতে হয়,কিবলামুখী হয়ে পায়খানা পেশাবে বসা নিষেধ,উল্লিখিত ব্যাপারে অনুমতি সম্পর্কে, দাঁড়িয়ে পেশাব করা নিষেধ,দাঁড়িয়ে পেশাব করার অনুমতি সম্পর্কে ইত্যাদি।


Tirmizi Sharif(তিরমিযী শরীফ)


এছাড়াও ইসলামি সেন্টার  প্রকাশিত Tirmizi Sharif (তিরমিযী) পড়ে আপনারা আরও জানতে পারবেন,কাযী (বিচারক) সম্পর্কে,বিচারকের সঠিক অথবা ভুল সিদ্ধান্তে পৌঁছার সম্ভাবনা আছে,বিচারক কিভাবে ফয়সালা করবেন,ন্যায়নিষ্ঠ ইমাম (শাসক),বাদী ও বিবাদীর জবানবন্দী না নিয়ে বিচারক রায় দিবেন না,জনগণের নেতা,বিচারক উত্তেজিত অবস্থায় বিচারকার্য করবেন না,সরকারী কর্মচারীদের উপঢৌকন গ্রহণ,মীমাংসার ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতা,উপঢৌকন গ্রহণ ও দাওয়াতে যোগদান ইত্যাদি।

আরও ডাউনলোড করুন:- Abu Dawood Sharif pdf (দাঊদ শরীফ)

তাছাড়া হুসাইন আল মাদানী কর্তৃক প্রকাশিত Tirmizi Sharif (তিরমিযী) পড়ে আপনারা আরও জানতে পারবেন পবিত্রতা ছাড়া নামায কবূল হয় না,পবিত্রতা অর্জনের ফাযীলাত,পবিত্রতা নামাযের চাবি,মলত্যাগ করতে যাওয়ার সময় যা বলবে,পায়খানা হতে বের হবার পর যা বলবে,কিবলামুখী হয়ে পায়খানায় বা পেশাবে বসা নিষেধ,উল্লিখিত ব্যাপারে অনুমতি সম্পর্কে,দাঁড়িয়ে পেশাব করা নিষেধ,দাঁড়িয়ে পেশাব করার অনুমতি সম্পর্কেও ইত্যাদি সম্পর্কে।


আরও ডাউলোড করুন:- মুসলিম শরীফ PDF


হুসাইল আল মাদানী কর্তৃক প্রকাশিত য’ইফ Tirmizi Sharif (তিরমিযী) পড়ে আপনারা আরও জানতে পারবেন,কাফিরকে খুনের অপরাধে মুসলমানকে হত্যা,কাফিরের রক্তপণ বিষয়ে,স্বামীর দিয়াতের ওয়ারিস স্ত্রী ভোগ করবে কি,কিসাস প্রসঙ্গে,অপবাদ প্রদানের দোষে বন্দী করা,নিজস্ব সম্পদ হিফাযাত করতে গিয়ে নিহত,কাসামা (সম্মিলিত শপথ) প্রসঙ্গে।


হুসাইল আল মাদানী কর্তৃক প্রকাশিত য’ইফ Tirmizi Sharif (তিরমিযী) পড়ে আপনারা আরও জানতে পারবেন,আল্লাহকে যথাযথ লজ্জা করা,রাসূলুল্লাহ(স:)এর শরীরে চাটাইয়ের দাগ পড়া প্রসঙ্গে,দুনিয়াবী আসক্তি ধ্বংসের কারণ হবে,গ্রহণকারীর চাইতে প্রদানকারী উত্তম,ওজন করায় বারকাত চলে গেল,ছবিযুক্ত কাপড় দিয়ে পর্দা না বানানো ,দানকৃত বস্তুই অবশিষ্ট থাকে,রাসূল এর দারিদ্র্যতা,আহলে সুফ্ফার মধ্যে দুধ বণ্টন ইত্যাদি সম্পর্কে।


DOWNLOAD Tirmizi Sharif (তিরমিযী শরীফ)


হুসাইন আল মাদানী প্রকাশনী কর্তৃক প্রকাশিত 

১। সহীহ আত তিরমিযী ১ম খণ্ড
২। সহীহ আত তিরমিযী ২য় খণ্ড
৩। সহীহ আত তিরমিযী ৩য় খণ্ড
৪। সহীহ আত তিরমিযী ৪র্থ খণ্ড
৫। সহীহ আত তিরমিযী ৫ম খণ্ড 
৬। সহীহ আত তিরমিযী ৬ষ্ঠ খণ্ড

 
ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত

যঈফ আত তিরমিযী হুসাইন আল মাদানী প্রকাশনী কর্তৃক প্রকাশিত 

১। যঈফ আত তিরমিযী ১ম খণ্ড
২। যঈফ আত তিরমিযী ২য় খণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

This Template Designed By pdfefile