Bukhari Sharif 2nd part

 Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড)

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর সালাতের ওয়াক্তসমূহ অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,সালাতের সময় ও তার ফযীলত,আল্লাহ্ তা'আলার বাণী : “আল্লাহর প্রতি নিবিষ্টচিত্ত হয়ে এবং তোমরা তাঁকে ভয় কর,আর সালাত কায়িম কর আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না",সালাত কায়েমের বায়'আত গ্রহণ,সালাত হল (গুনাহর কাফ্ফারা যথাসময়ে সালাত আদায়ের ফযীলত,পাঁচ ওয়াক্তের সালাত (গুনাহসমূহের) কাফ্ফারা,নির্ধারিত সময় থেকে বিলম্বে সালাত আদায় করে তার হক নষ্ট করা মুসল্লী সালাতে তার মহান প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে- প্রচণ্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা: সফরকালে গরম কমে গেলে যুহরের সালাত আদায় যুহরের ওয়াক্ত হয় সূর্য ঢলে পড়লে,যুহরের সালাত আসরের ওয়াক্তের আগ পর্যন্ত বিলম্ব করা- আসরের ওয়াক্ত ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।
Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড)

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর আযান অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,আযানের সূচনা,দু' দু'বার আযানের শব্দ বলা,কাদ কামাতিস্ সালাতু ব্যতীত ইকামতের শব্দগুলো একবার করে বলা- আধানের ফযীলত ,আযানের স্বর উচ্চ করা,আযানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া,মুআযযিনের আযান শুনলে যা বলতে হয়,আযানের দু'আ,আযানের ব্যাপারে কুর'আহর মাধ্যমে নির্বাচন,আযানের মধ্যে কথা বলা-,সময় বলে দেওয়ার লোক থাকলে অন্ধ ব্যক্তি আযান দিতে পারে ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর জুমু'আ অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,আযানের সূচনা-,দু' দু'বার আযানের শব্দ বলা-,কাদ কামাতিস্ সালাতু ব্যতীত ইকামতের শব্দগুলো একবার করে বলা- আধানের ফযীলত -,আযানের স্বর উচ্চ করা,আযানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া,মুআযযিনের আযান শুনলে যা বলতে হয়,আযানের দু'আ,আযানের ব্যাপারে কুর'আহর মাধ্যমে নির্বাচন-,আযানের মধ্যে কথা বলা-,সময় বলে দেওয়ার লোক থাকলে অন্ধ ব্যক্তি আযান দিতে পারে ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

আরও ডাউনলোড করুন: বিভিন্ন মোটিভেশনাল বই এর pdf
আরও ডাউনলোড করুন: বিভিন্ন হাদিসের বই এর pdf

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর দু' ঈদ অধ্যায়ের বিষয়সমূহ হচ্ছে,দু' ঈদ ও এতে সুন্দর পোশাক পরা ঈদের দিন বর্শা ও ঢালের খেলা-,মুসলিমগণের জন্য উভয় ঈদের রীতিনীতি-,ঈদুল ফিরের দিন বের হওয়ার আগে আহার করা,কুরবানীর দিন আহার করা,মিম্বর না নিয়ে ঈদগাহে গমন-,পায়ে হেঁটে বা সাওয়ারীতে আরোহণ করে ঈদের জামা'আতে যাওয়া এবং আযান ও,ইকামত ছাড়া খুতবার পূর্বে সালাত আদায় করা :,ঈদের সালাতের পর খুত্বা,ঈদের জামা'আতে এবং হারাম শরীফে অস্ত্র বহন নিষিদ্ধ-,ঈদের সালাতের জন্য সকাল সকাল রওয়ানা হওয়া তাশরীকের দিনগুলোতে আমলের ফযীলত ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর বিতর অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,বিতরের বিবরণ-,বিতরের সময়,বিতরের জন্য নবী করীম ,কর্তৃক তাঁর পরিবারকে জাগানো,রাতের সর্বশেষ সালাতে যেন বিত্র হয়-,সাওয়ারী জন্তুর উপর বিতরের সালাত ,সফর অবস্থায় বিতর,রুকু'র আগে ও পরে কুনুত পাঠ করা ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর বৃষ্টির জন্য দু'আ অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,বৃষ্টির জন্য দু'আ এবং দু'আর উদ্দেশ্যে নবী করীম -এর বের হওয়া-,নবী করীম -এর দু'আ : “ইউসুফ (আ.)-এর যমানার দুর্ভিক্ষের বছরগুলোর মত (এদের উপরেও) কয়েক বছর দুর্ভিক্ষ দিন",অনাবৃষ্টির সময় লোকদের ইমামের নিকট বৃষ্টির জন্য দু'আর আবেদন--,ইতিসকায় চাদর উল্টানো,আল্লাহর মাখলুকের মধ্য থেকে কেউ তাঁর মর্যাদাপূর্ণ বিধানসমূহের সীমালংঘন করলে,মহিমময় প্রতিপালক কর্তৃক দুর্ভিক্ষ দিয়ে শান্তি প্ৰদান-,জামে মসজিদে বৃষ্টির জন্য দু'আ-,কিবলার দিকে মুখ না করে জুমু'আর খুত্বায় বৃষ্টির জন্য দু'আ করা,মিম্বরে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দু'আ-,বৃষ্টির দু'আর জন্য জুমু'আর সালাতকে যথেষ্ট মনে করা ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

।Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর সূর্যগ্রহণ অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,সূর্যগ্রহণের সময় সালাত,সূর্যগ্রহণের সময় সাদাকা করা :,সালাতুল কুসুফের জন্য “আস্ সালাতু জামি'আতুন” বলে আহবান-,সূর্যগ্রহণের সময় ইমামের খুত্বা,'কাসাফাতিশ শামসু' বলবে, না 'খাসাফাতিশ শামসু' বলবে ?,নবী করীম -এর উক্তি : “আল্লাহ্ তা'আলা সূর্যগ্রহণ দিয়ে তাঁর বান্দাদের সতর্ক করেন,সূর্য গ্রহণের সময় কবর আযাব থেকে পানাহ চাওয়া,সূর্যগ্রহণের সালাতে দীর্ঘ সিজদা করা,সূর্যগ্রহণের সালাত জামা'আতে আদায় করা,সূর্যগ্রহণের সময় পুরুষদের সাথে মহিলাদের সালাত- সূর্যগ্রহণের সময় গোলাম আযাদ করা পসন্দনীয় মসজিদে সূর্যগ্রহণের সালাত ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,কুরআন তিলাওয়াতের সিজদা ,কুরআন তিলাওয়াতের সিজদা ও এর পদ্ধতি। সূরা তানযীলুস্ সাজদা-এর সিজদা-,সুরা সোয়াদ-এর সিজদা- সূরা আন্-নাজম-এর সিজদা-,মুশরিকদের সাথে মুসলিমগণের সিজদা করা-,যিনি সিজদার আয়াত তিলাওয়াত করলেন অথচ সিজদা করলেন না। সুরা ইয়াস্ সামাউন শাকাত-এর
সিজদা-,তিলাওয়াতকারীর সিজদার কারণে সিজদা করা,ইমাম যখন সিজদার আয়াত তিলাওয়াত করেন তখন লোকের ভীড়,যাঁরা অভিমত প্রকাশ করেন যে, আল্লাহ্ তা'আলা তিলাওয়াতের সিজদা ওয়াজিব করেন নি- সালাতে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা ভীড়ের কারণে সিজদা দিতে জায়গা না পেলে,সালাতে কসর করা,কসর সম্পর্কে বর্ণনা এবং কতদিন অবস্থান পর্যন্ত কসর করবে মিনায় সালাত-,নবী করীম বিদায় হচ্ছে কতদিন অবস্থান করেছিলেন, ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর তাহাজ্জুদ অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,রাতে তাহাজ্জুদ (ঘুম থেকে জেগে) সালাত আদায় করা-,রাত জেগে ইবাদত করার ফদীলত-,রাতের সালাতে সিজদা দীর্ঘ করা,অসুস্থ ব্যক্তির তাহাজ্জুদ আদায় না করা-,তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী ন -এর উৎসাহ প্রদান, অবশ্য তিনি তা ওয়াজিব করেন নি,নবী -এর তাহাজ্জুদের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে তাঁর উভয় কদম মুবারক ফুলে যেতো-,সাহরীর সময় যে ঘুমিয়ে পড়েন,সাহরীর পর ফজরের সালাত পর্যন্ত জাগ্রত থাকা ইত্যাদি বিষয়সহ আরও বিভিন্ন বিষয়।


Bukhari Sharif 2nd part(বুখারী শরীফ ২য় খণ্ড) এর জানাযা অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ হচ্ছে,জানাযা সম্পর্কিত হাদীস এবং যার শেষ কালাম হয় 'লা-ইলাহা ইল্লাল্লাহু'-,জানাযায় অনুগমনের নির্দেশ,কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া,মৃত ব্যক্তির পরিজনের কাছে তার মৃত্যু সংবাদ পৌঁছানো,জানাযার সংবাদ দেওয়া,সন্তানের মৃত্যুতে সাওয়াবের আশায় সবর করার ফযীলত,কবরের কাছে কোন মহিলাকে বলা, সবর কর,বরই পাতা সিদ্ধ পানি দ্বারা মৃতকে উযু-গোসল করানো বেজোড় সংখ্যায় গোসল দেওয়া মুস্তাহাব,মৃত ব্যক্তির (গোসল) ডান দিক থেকে শুরু করা।



Download Now

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

This Template Designed By pdfefile