Bukhari Sharif 10th part

 

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড)


Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর দোয়া অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ
 হচ্ছে,আল্লাহ্ তা'আলার যিক্র-এর ফযীলত,'লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্' বলা,আল্লাহ্ তা'আলার এক কম একশ' নাম রয়েছে,সময়ের বিরতি দিয়ে দিয়ে নসীহত করা ইত্যাদি সহ আরও
 বিভিন্ন বিষয়।
Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড)



Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর কোমল হওয়া অধ্যায় এর আলোচিত 
বিষয়সমূহ হচ্ছে,নবী -এর বাণী: আখিরাতের জীবনই প্রকৃত জীবন,আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত,নবী আমার -এর বাণী : দুনিয়াতে একজন মুসাফির অথবা পথযাত্রীর মত থাক আশা এবং
এর দৈর্ঘ্য ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর হাউয অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ

হচ্ছে,আল্লাহর বাণী : নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।


Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর তাকদীর অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,আল্লাহ্ তা'আলার ইল্‌ম-এর ওপর (মুতবিদ) কলম শুকিয়ে গিয়েছে,(মহান আল্লাহর বাণী)
মানুষ যা করবে, এ সম্পর্কে আল্লাহ্ তা'আলা সর্বাধিক অবহিত,(মহান আল্লাহর বাণী) আল্লাহ্
তা'আলার বিধান নির্দিষ্ট ও নির্ধারিত,আমলের ভাল-মন্দ শেষ অবস্থার উপর নির্ভর করে,বান্দার
মানতকে তাকদীরে হাওলা করে দেওয়া,'লা হাওলা ওয়ালাকুওওয়াতাইল্লা বিল্লাহ্' প্রসঙ্গে,
নিষ্পাপ সে-ই যাকে আল্লাহ্ আ'আলা রক্ষাকরেন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর শপথ ও মানত অধ্যায় এর আলোচিত 
বিষয়সমূহ হচ্ছে,আল্লাহর বাণী: তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী 
করবেন না।নবী-এর বাণী : আল্লাহর কসম,নবীর -এর কসম কিরূপ ছিল,তোমরা পিতা-পিতামহের 
কসম করবে নাইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।


আরও ডাউনলোড করুন: বিভিন্ন মোটিভেশনাল বই এর pdf

আরও ডাউনলোড করুন: বিভিন্ন হাদিসের বই এর pdf

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর শপথের কাফ্ফারা অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,মহান আল্লাহর বাণী : আল্লাহ্ তোমাদের শপথ হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন,যে ব্যক্তি কাফ্ফারা দিয়ে দরিদ্রকে সাহায্য করে,দশজন মিসকীনকে কাফ্ফারা প্রদান করা; চাই তারা নিকটাত্মীয় হোক বা দূরের হোক ,মদীনা শরীফের সা' ও নবী,ইতি -এর মুদ্দ এবং এর বরকত ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।


Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর উত্তরাধিকার অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,উত্তরাধিকার সংক্রান্ত বিদ্যা শিক্ষা দেওয়া,নবী-এর বাণী: আমাদের কোন উত্তরাধিকারী হবে না আর যা কিছু আমরা রেখে যাই সবই হবে সাদাকাস্বরূপ,নবীর -এর বাণী : যে ব্যক্তি মাল রেখে যায় তা তার পরিবার পরিজনের হবে,পিতা-মাতার পক্ষ থেকে সন্তানদের উত্তরাধিকার,কন্যা সন্তানদের উত্তরাধিকার,পুত্রের অবর্তমানে ন্যাড়ির উত্তরাধিকার ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর শরীয়তের শাস্তি অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,যিনা ও শরাব পান,শরাবপায়ীকে প্রহার করা,যে ব্যক্তি ঘরের ভিতরে শরীয়তের শাস্তি দেওয়ার জন্য হুকুম দেয়,বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা,শরাব পানকারীকে লা'নত করা মাকরূহ্ এবং সে মুসলমান থেকে খারিজ নয় চোর যখন চুরি করে ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,নবীর ধর্মত্যাগী বিদ্রোহীদের ক্ষতস্থানে লোহা পুড়ে দাগ দেননি। অবশেষে তারা মারা গেল,ধর্মত্যাগী বিদ্রোহীদেরকে পানি পান করানো হয়নি; অবশেষে তারা মারা গেল,নবী বিদ্রোহীদের চক্ষুগুলো লৌহশলাকা দ্বারা ফুঁড়ে দিলেন,অশ্লীলতা বর্জনকারীর ফযীলত,ব্যভিচারীদের পাপ ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর আল্লাহদ্রোহী ও ধর্মত্যাগীদেরকে তাওবার প্রতি আহ্বান ও তাদের সাথে যুদ্ধ অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করে তার গুনাহ্ এবং দুনিয়া ও আখিরাতে তার শাস্তি, ধর্মত্যাগী পুরুষ ও নারীর হুকুম,যারা ফরযসমূহ গ্রহণ করতে অস্বীকার করে এবং যাদেরকে ধর্মত্যাগের অপরাধে অপরাধী করা হয়েছে তাদেরকে হত্যা করা ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।
Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর বল প্রয়োগে বাধ্য করা অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,যে ব্যক্তি কুফরী কবূল করার পরিবর্তে দৈহিক নির্যাতন, নিহত ও লাঞ্ছিত হওয়াকে অগ্রাধিকার দেয়, জোরপূর্বক কাউকে দিয়ে তার নিজের সম্পদ বা অপরের সম্পদ বিক্রয় করানো,বল প্রয়োগকৃত ব্যক্তির বিয়ে জায়েয হয় না,কাউকে যদি বাধ্য করা হয়, যার ফলে সে গোলাম দান করে ফেলে অথবা বিক্রি করে দেয় তবে তা কার্যকর হবে না।'ইকরাহ্' (বাধ্যকরণ) শব্দ থেকে কারহান ও কুরহান নির্গত, উভয়টির অর্থ অভিন্ন, যখন কোন মহিলাকে ব্যভিচারে বাধ্য করা হয়, তখন তার উপর কোন হদ্‌ আসে না। যখন কোন ব্যক্তি তার সঙ্গী সম্পর্কে নিহত হওয়া বা অনুরূপ কিছুর আশংকা পোষণ করে, তখন (তার কল্যাণার্থে) কসম করা যে, সে তার ভাই ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর কূটকৌশল অধ্যায় এর আলোচিত 
বিষয়সমূহ হচ্ছে,কূটকৌশল পরিত্যাগ করা। এবং কসম ইত্যাদিতে যে যা নিয়ত করবে 
তা-ই তার ব্যাপারে প্রযোজ্য হবে,নামায,যাকাত এবং সাদাকা প্রদানের ভয়ে যেন একত্রিত 
পুঁজিকে বিভক্ত করা না হয় এবং বিভক্ত পুঁজিকে যেন একত্রিত করা না হয় ইত্যাদি সহ 
আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,রাসূলুল্লাহ্ -এর ওহীর সূচনা হয় ভালো স্বপ্নের মাধ্যমে,নেক্কার লোকদের স্বপ্ন,
(রাসূলুল্লাহ্ -এর বাণী) : ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ,সুসংবাদবাহী বিষয়াদি,ইউসুফ (আ)-এর স্বপ্ন এবং আল্লাহর বাণী : স্মরণ কর, ইউসুফ যখন তার পিতাকে ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

 

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর ফিনা অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ 
হচ্ছে,আল্লাহ্ তা'আলার বাণী : তোমরা সেই ফিত্‌না সম্পর্কে সতর্ক হও যা তোমাদের কেবল 
জালিমদের উপরই আপতিত হবে না । এবং যা নবী ফিতনা সম্পর্কে সতর্ক করতেন,
নবী-এর বাণী : আমার পরে তোমরা এমন কিছু দেখতে পাবে, যা তোমরা পছন্দ করবে না 
নবী-এর বাণী : কতিপয় নির্বোধ বালকের হাতে আমার উম্মত ধ্বংস হবে ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর আহকাম অধ্যায় এর আলোচিত 
বিষয়সমূহ হচ্ছে,আল্লাহ্ তা'আলার বাণী : তোমরা আনুগত্য কর আল্লাহ্, আনুগত্য কর রাসূলের 
এবং তাদের,যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী,আমীর কুরাইশদের থেকে হবে,হিকমাত
(সঠিক জ্ঞান)-এর সাথে বিচার ফয়সালাকারীর প্রতিদান,ইমামের আনুগত্য ও মান্যতা যতক্ষণ 
তা নাফরমানীর কাজ না হয়,ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর আকাঙ্ক্ষা অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,আকাঙ্ক্ষা করা এবং যিনি শাহাদাত প্রত্যাশা করেন,কল্যাণের প্রত্যাশা করা। নবী (সা)-এর বাণী : যদি ওহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হত,নবী (সা)-এর বাণী : কোন কাজ সম্পর্কে যা পরে জানতে পেরেছি, তা যদি আগে জানতে, পারতাম নবী (সা)-এর বাণী : যদি এরূপ এরূপ হত,কুরআন (অধ্যয়ন) ও ইলম (জ্ঞানার্জনের) আকাঙ্ক্ষা করা,যে বিষয়ে আকাঙ্ক্ষা করা নিষিদ্ধ,কারোর উক্তি : যদি আল্লাহ্ না করতেন তা হলে আমরা কেউ হেদায়েত লাভ করতাম না,শত্রুর মুখোমুখী হওয়ার আকাঙ্ক্ষা করা নিষিদ্ধ, 'যদি' শব্দটি বলা কতখানি বৈধ ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।

Bukhari Sharif 10th part(বুখারী শরীফ দশম খণ্ড) এর খবরে ওয়াহিদ অধ্যায় এর আলোচিত বিষয়সমূহ হচ্ছে,সত্যবাদী বর্ণনাকারীর খবরে ওয়াহিদ আযান, নামায, রোযা, ফরয ও অন্যান্য আকামের বিষয় গ্রহণযোগ্য, নবী (সা) একা যুবায়র (রা)-কে শত্রুপক্ষের সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন,আল্লাহ্ তা'আলার বাণী : হে মু'মিনগণ! তোমরা নবীর গৃহে প্রবেশ করো না, যদি না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়,কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা অধ্যায়কিতাব (কুরআন) ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা,নবীর -এর বাণী : 'আমি জাওয়ামিউল কালিম' (ব্যাপক মর্মজ্ঞাপদ সংক্ষিপ্ত বাক্য) সহ প্রেরিত হয়েছি,রাসূলুল্লাহ্ (সা)-এর সুন্নাতের অনুসরণ বাঞ্ছনীয়,অধিক প্রশ্ন করা এবং অনর্থক কষ্ট করা নিন্দনীয় ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়।



Download Now

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

This Template Designed By pdfefile